নির্বাচিত হলে এলাকার সব সমস্যা সমাধান করব : এ আরাফাত
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ইতোমধ্যে আমার নির্বাচনী আসনের এলাকাভিত্তিক সব সমস্যা চিহ্নিত করেছি। আমি নির্বাচিত হলে ধাপে ধাপে সব সমস্যার সমাধান করব।
বুধবার (৫ জুলাই) সকালে রাজধানীর কালাচাঁদপুর, নদ্দা ও শাহজাদপুর এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন তিনি।
এ আরাফাত বলেন, ঢাকা-১৭ আসনের মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। ঢাকা-১৭ আসনের মাটি নৌকার ঘাঁটি। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী। গত পরশু (সোমবার) আমি ঝটিকা সফরে কালাচাঁদপুর এলাকায় ঘুরে গেছি। তাদের সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি।
তিনি বলেন, নির্বাচনে আমি তিনটি দিক থেকে বিজয়ী হতে চাই— জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া, জনসংযোগের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি করানো এবং একটি পরিচ্ছন্ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, সুভাষ চন্দ্র হাওলাদার, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ ১৮ নং ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএসআই/কেএ