‘তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে তৎপর নুর’
গঠিত তদন্ত কমিটির চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর তৎপর বলে দাবি করেছেন দলটির সহ-দপ্তর সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শুভ।
শনিবার (১ জুলাই) রাতে রেজা কিবরিয়াকে দ্বিতীয়বারের মতো দল থেকে অপসারণ করে সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়ার পর পাল্টা বিজ্ঞপ্তিতে এ দাবি করেন শুভ। দলের সিনিয়র নেতাদের পক্ষে এ বিজ্ঞপ্তিতে পাঠান শুভ।
বিজ্ঞপ্তিতে শুভ দাবি করেন, ১ জুলাই সকাল ১১টায় পল্টনের প্রিতম জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার আহ্বানে জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আহ্বায়ক ড. রেজা কিবরিয়া তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ন্যায় জীবন নাশের হুমকি পেয়ে তিনি লাইভে এসে বক্তব্য দিয়ে পথিমধ্যে থেকে ফিরে যান।
এতে আরও বলা হয়, পরবর্তীতে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে একটি কোরামবিহীন সভা অনুষ্ঠিত হয় যা অবৈধ। সভায় ৪২ জন উপস্থিত ছিলেন এবং অনেকে রেজুলেশনে স্বাক্ষর করেননি। তারপরও ৮৬ জন উপস্থিত দেখিয়ে যে প্রেস-রিলিজ দেওয়া হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
শুভ বলেন, গঠিত তদন্ত কমিটির চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে নুরুল হক নুর খুবই তৎপর। তদন্ত কমিটি দেশবাসীর সামনে সত্য উপস্থাপন করবে বলে আমরা প্রত্যাশা করি।
উল্লেখ্য, মোসাদের সদস্য ইসরাইলের নাগরিক মেনদি এন সাফাদি ও 'র’ এর সদস্যের সঙ্গে গোপন বৈঠক, দলের আর্থিক অস্বচ্ছতা নিয়ে আহ্বায়ক ড. রেজা কিবরিয়া নুরুল হক নুরের কাছে প্রশ্ন করলে মূলত তিনি তার উপর ক্ষিপ্ত হন। সেই সময় থেকে বিভিন্ন অজুহাতে আহ্বায়কে দল থেকে বের করে দেওয়ার পাঁয়তারা শুরু করেন। যার ফলশ্রুতিতে আজকের অবৈধ ও অগঠনতান্ত্রিক অনাস্থা।
এএইচআর/এসকেডি