স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আ. লীগ : জয়
শত সংগ্রাম ও অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার রাতে ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন জয়। সেখানেই তিনি এমন ক্যাপশন দিয়ে মন্তব্য করেন।
৪ মিনিট ২১ সেকেন্ডের এ ভিডিওতে প্রতিষ্ঠার প্রেক্ষাপটসহ বর্তমান পর্যন্ত দলটির গৌরবময় অর্জনের কথা তুলে ধরা হয়েছে।
জয় লিখেছেন, ‘৫২ বছরের বাংলাদেশে, অনেক ঝড়ঝাপটা ও দুঃসময় কাটিয়ে সাড়ে ২৫ বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী আমলের মধ্যে, ২২ বছরের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে দূর হয়েছে ক্ষুধা ও দারিদ্র। লোডশেডিংয়ের অন্ধকার শেষে এখন আমরা শতভাগ বিদ্যুতায়নের দেশ। প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। টেকনাফ থেকে তেতুলিয়ার মূল সড়কগুলো সব চার লেনে উন্নীত করার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা ও যোগাযোগ। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে, শত্রুদের চোখ রাঙানি উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করেছে সরকার।’
ভিডিওতে ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন ও দেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা উঠে এসেছে। স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে আওয়ামী লীগের ভূমিকা, বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তী দল ভাঙার ষড়যন্ত্র, ৮১ সালে দেশে ফিরে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের হাল ধরা, তার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর টানা তিন মেয়াদে দেশের সার্বিক উন্নয়নের চিত্র উঠে এসেছে।
এমএসআই/এমজে