মায়ের শাড়িতে মুড়িয়ে সমাহিত হবেন সিরাজুল আলম খান
মায়ের শাড়িতে মুড়িয়ে সমাহিত হবেন বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই)। জানাজা শেষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
তার আগে শনিবার (১০ জুন) বায়তুল মোকাররম মসজিদে প্রথম ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান গণমাধ্যমকে এসব কথা জানান।
তিনি বলেন, ওনি শেষ ইচ্ছায় বলে গেছেন কবর হবে ওনার মায়ের কবরের পাশে। ওনার মায়ের একটি শাড়ি দিয়ে যেন ওনাকে জড়িয়ে রাখা হয়। সে অনুযায়ী দাফন করা হবে বলে জানান ব্যারিস্টার ফারাহ খান।
সিরাজুল আলম খান শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।
/এসএসএইচ/