রমজানের আগেই মামুনুল হককে মুক্তির দাবি

আসন্ন রমজানের পূর্বেই মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বিজ্ঞাপন
দলটির নেতারা বলেন, কারাবন্দি সকল আলেমদের মুক্তি দিতে হবে। সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘ প্রায় দুই বছর যাবত আলেম ওলামাদের বন্দি করে রেখেছে।
শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে আয়োজন করে ঢাকা মহানগর বাংলাদেশ খেলাফত মজলিস।বক্তরা বলেন, সরকার অপশক্তিকে খুশি রাখতে চাচ্ছে, আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, জনতা জেগে উঠছে। যেনতেন নির্বাচনের চিন্তা বাদ দিন। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এ দেশের মানুষ কোনো নির্বাচন মানবে না।
বিজ্ঞাপন
সরকারের উদ্দেশে বক্তরা আরও বলেন, আদালতের দোহাই দিয়ে মামুনুল হককে বন্দি করে রাখা যাবে না। আপনারা নিজেরাই আদালতের নির্দেশনা মানেন না। লিখিত অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হকের ছেলে, তার বাবার সাথে কথা বলতে গিয়েছিলো। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আদালতের সেই অনুমতি পত্র ছুড়ে ফেলে দিয়েছেন।
খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাউল্লাহ আমীনের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার রাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন দলটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ সরকার, যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তাফাজ্জুল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালি, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শরীফ হোসাইন, কামাল উদ্দিন ফারুকী, আবু হানিফ নোমান, ঢাকা মহানগরের সহ-সভাপতি হাসান জুনাইদ প্রমুখ।
এএইচআর/এসকেডি