২৪ ডিসেম্বরের জামায়াতের গণমিছিল কর্মসূচি স্থগিত

আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) ঢাকাসহ বিভাগীয় শহর ও প্রতিটি জেলায় ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে কর্মসূচি স্থগিতের কথা জানান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিলের ঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। শিগগিরই কর্মসূচি বাস্তবায়নের তারিখ ও সময় জানানো হবে।
আরও পড়ুন >> জন-অধিকার প্রতিষ্ঠায় জামায়াতেরও ১০ দফা দাবি, ২৪ ডিসেম্বর গণমিছিল
গত ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার একটি মিলনায়তনে ১০ দফা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় আগামী ২৪ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
জেইউ/জেডএস