নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ, যান চলাচল বন্ধ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে চলছে যুবদলের।
রোববার (৬ নভেম্বর) দুপুর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ সমাবেশ চলছে।
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে।
এদিকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে যুবদলের নেতাকর্মীরা বেলা ১২টা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টন আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। তারা নয়াপল্টন এলাকার ভিআইপ রোড়ের সড়কে বিছানো কার্পেটে বসে পড়লে একপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে আশপাশের সড়কে। সেখানে যানবাহনের লম্বা লাইন দেখা যায়।
এদিকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জসহ রাজধানীর আশপাশে এলাকার নেতাকর্মীদের রুটি-কলা নিয়ে সমাবেশে অংশ নিতেও দেখা গেছে।
সমাবেশকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত রয়েছে চোখে পড়ার মতো।
এএইচআর/এসএম