পুলিশি হামলার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
জাতীয় প্রেসক্লাবে পুলিশ হামলার প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাবন্দি সাংবাদিক মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদে ছাত্রদলের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে একদিনের বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। ১ মার্চ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছে ছাত্রদল।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ ২০ জন নেতাকর্মী আহত হন। কয়েকজনকে পুলিশ আটকও করে।
এএইচআর/আরএইচ