ঢাকার ৪ থানা ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলন চলছে
ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট থানা ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান স্টাফ কোয়াটার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের শুরুতে এই চার থানা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল এসে জড়ো হচ্ছে মাঠটিতে। অনুষ্ঠানস্থলে ইতোমধ্যে হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
সম্মেলনকে কেন্দ্র করে অধিবেশন ২য় ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধিবেশন বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুটা বিলম্বিত হয়েছে। প্রথম অধিবেশনে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা এবং অতিথিদের বক্তব্য। এছাড়া দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৭টায় রয়েছে প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা ও যাচাই-বাছাই। এর পরেই রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
কলাবাগান থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাওলাদার সাকিব হোসেন জানান, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর অন্তর্গত ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট থানা শাখার যৌথ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের দৃপ্ত পদচারণায় আমাদের তারুণ্যের উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে শিক্ষার মশাল জ্বালিয়ে শান্তির পতাকা উড়িয়ে প্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
যৌথ বার্ষিক সম্মেলন উদ্বোধক হিসেবে রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়া আরও উপস্থিত থাকবেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।
এএসএস/এমএ