বাম জোটের হরতালে হামলা-গ্রেপ্তারের অভিযোগ
সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে নাটোরে পুলিশি হামলা ও দিনাজপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে হরতাল পালনের সময় ঢাকা পোস্টকে তিনি এ তথ্য জানান।
রাজেকুজ্জামান রতন বলেন, আমাদের হরতালে জনগণের সমর্থন রয়েছে, কারণ দাবিগুলো জনগণের। কিছুটা জনদুর্ভোগ হলেও তা মানুষের কল্যাণ হবে। অবিলম্বে আমরা জ্বালানি মূল্য কমানোসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ গণপরিবহনের ভাড়া বৃদ্ধির অবসান চাইছি।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, হরতাল পালন শেষ করে আমরা বসব। তারপর কর্মসূচি ঘোষণা করব।
তিনি বলেন, বাম গণতান্ত্রিক জোট হরতাল ডেকেছে। আমরা সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছি। এজন্য সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাম গণতান্ত্রিক জোটের এ হরতাল চলবে। হরতালে বিএনপিসহ বাম দলগুলো নৈতিক সমর্থন দিয়েছে।
আইবি/জেডএস