পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে : আ জ ম নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র এখনো চলছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বার হত্যার অপচেষ্টা হয়েছে।
তিনি বলেন, অপচেষ্টা ব্যর্থ হলেও শঙ্কা দূর হয়নি। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, ষড়যন্ত্র চলছে এবং তা আঘাত হানবে। তাই আমি বলতে চাই, আঘাত এলে পাল্টা আঘাতের জন্য এখন থেকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্রের আলো ফুটে ওঠার আগে নিভিয়ে দিতে হবে।
সোমবার (২২ আগস্ট) বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী সংসদ নির্বাচনে অবশ্যই নৌকার বিজয় ছিনিয়ে এনে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতৃত্বের আসনে বসাতে হবে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, নগরের বিভিন্ন এলাকায় বহিরাগত কিছু লোকের আবির্ভাব ঘটছে, তাদের চিহ্নিত করে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন প্রমুখ।
কেএম/আরএইচ