হুমকিদাতাদের এক রাতের মধ্যে বিনাশের ক্ষমতা আ.লীগ রাখে
হুমকি ধমকি দেওয়া অপশক্তিকে এক রাতের মধ্যে বিনাশ করার ক্ষমতা আওয়ামী লীগ রাখে বলে মন্তব্য করেছেন দলটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘১৫ আগস্ট জাতির পিতা হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারী জিয়াসহ অন্যদের খুঁজতে তদন্ত কমিশন চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।
দেলোয়ার হোসেন বলেন, বিএনপির অনেক বড় বড় নেতারা হুমকি ধমকি দিচ্ছেন আমাদের না কি পালানোর পথ দেবেন না। আওয়ামী লীগ কি পালানোর দল? ১৯৭৫ আর ২০০১ থেকে ২০০৫ সালের অত্যাচারের দুর্বিষহ স্মৃতির পরও আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা আইন নিজের হাতে তুলে নিও না।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হুমকি ধমকি দিচ্ছেন। কিন্তু আমাদের নেত্রী যদি একদিনের সময় দেন। তাহলে এক রাতের মধ্যে অপশক্তিকে বিনাশ করার ক্ষমতা আওয়ামী লীগ রাখে।
কমিশন গঠনের দাবি জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের নায়কদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি। কমিশন গঠন করে নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে জানাতে হবে, আমাদের জানতে হবে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কী হয়েছিল, কারা পর্দার আড়ালে হত্যার ষড়যন্ত্র করেছিল। সেই রাতের নির্মম হত্যাকাণ্ডের কাহিনি, আমাদের জানতে হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবদুল আওয়াল শামীম, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য শ্রী পবিত্র সরকার, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাসরীন আহমেদ, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক আবেদ খান।
সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এবং বন ও পরিবেশ উপ কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন।
এইউএ/এসকেডি