নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, যান চলাচল বন্ধ
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টার দিকে ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
বিএনপির এই সমাবেশের কারণে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর ১২টা থেকে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। যার ফলে আনুষ্ঠিকভাবে সমাবেশ শুরু হওয়ার আগে নয়াপল্টনের ভিআইপি সড়কের একপাশ বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়। ফলে, ফকিরাপুল থেকে কাকরাইলগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।
• আরও পড়ুন : বিএনপি নেতাকে গাড়ি থেকে বের করে পেটাল ছাত্রলীগ যুবলীগ
বিএনপি সূত্রে জানা গেছে, আজকের সমাবেশে বড় ধরনের শো-ডাউন দেওয়ার লক্ষ্যে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিএনপির নেতাকর্মীদের আনা হয়েছে। যার ফলে অন্যান্য দিনের সমাবেশের তুলনায় নেতাকর্মীদের উপস্থিতির হার আজ কয়েকগুণ বেশি হয়েছে।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে দু’জনের মৃত্যুর ঘটনায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।
এএইচআর/এনএফ