দেশে সবকিছুর দাম বাড়লেও কমেছে আ.লীগের দাম : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশে প্রতিনিয়ত একটা জিনিসের দাম কমছে আর সেটা হলো আওয়ামী লীগের দাম। শেয়ার মার্কেটে আওয়ামী লীগের দরপতন ঘটেছে। ১০০ টাকার শেয়ার এখন ৫ টাকায় এসে দাঁড়িয়েছে। কিন্তু শেয়ার বাজারে বিএনপির দরপতন ঘটেনি।’
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মানুষের অভাবের শেষ নেই। কর্মসংস্থান নেই, মানুষের আয় নেই। কিন্তু বেড়েছে ব্যয়। এমন কোনো জিনিস নেই যেটার দাম বাড়েনি।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা বার বার বলেছি এ সরকারের অধীনে নির্বাচন নয়। এইটা নতুন কথা না। ২০১৮ সালের আগেও আমরা বলেছি। নির্বাচনের যাওয়ার আগ মুহূর্তেও বলেছি কিন্তু পরবর্তীতে আমরা নির্বাচনে চলে গিয়েছি। সে কারণে সাধারণ মানুষ ও সাধারণ কর্মীদের মধ্যে এটা নিয়ে কিছুটা সন্দেহ আছে। কিছু আশঙ্কা আছে।’
তিনি বলেন, ‘এই আশঙ্কা যদি আমরা দূর করতে পারি এবং আমাদের কমিটমেন্টের জায়গায় দৃঢ় থাকি তাহলে আমার মনে হয় আন্দোলন, হরতাল অবরোধ কিছুই হতো না।’
বিএনপির এ নেতা বলেন, ‘আজকে নির্বাচন কমিশন নিয়ে আমার কোন কথা বলার দরকার নেই। কারণ আমি নির্বাচনেই যাবো না তাহলে কেন তার কথা শুনব। আর সে কে রাজনৈতিক মীমাংসা করার। রাজনীতির মীমাংসা রাজনীতিবিদরা করবে। রাজনৈতিক দল গুলো করবে।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ইভিএম নিয়ে আমি কথা বলব কেন? আমি নির্বাচনই করব না ইভিএম দিয়ে কী করব। আমি যখন নির্বাচন করব সেই পরিবেশ যখন আসবে তখন আমি ইভিএম নিয়ে কথা বলব।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলু, শামা ওবায়েদ, হাবিবুন নবী খান সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আইবি/এএইচআর/আইএসএইচ