তেল নিয়ে সিন্ডিকেট ফের ভেলকিবাজি শুরু করেছে : বাংলাদেশ ন্যাপ
সয়াবিন তেল নিয়ে সিন্ডিকেট আবারও ভেলকিবাজি শুরু করেছে বলে দাবি করেছে বাংলাদেশ ন্যাপ। শুক্রবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা এ দাবি করেন।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ জুলাই প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে সরকার। তবে এ কমানো মূল্যে তেল বাজারে পাওয়া যাচ্ছে না।
বিবৃতিতে তারা বলেন, লিটারপ্রতি ১৪ টাকা কমানো বোতলজাত সয়াবিন তেল নিয়ে ভেলকিবাজি শুরু করেছে সিন্ডিকেট। বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আর যা পাওয়া যাচ্ছে তা আগের মূল্যেই।
সিন্ডিকেটের ভেলকিবাজি অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির শীর্ষ এ দুই নেতা।
দেশের সয়াবিন তেলের বাজারে আবারও নৈরাজ্য শুরু হয়েছে দাবি করে ন্যাপের এ দুই নেতা বলেন, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লক্ষ্যে তেলের মূল্যবৃদ্ধি করে জনগণের পকেট কেটেছেন। আর এখন তেলের মূল্য কমলেও ব্যবসায়ীরা ফের বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন। এ নৈরাজ্য ঠেকাতে সরকার বার বার ব্যর্থ হচ্ছে।
এএইচআর/আরএইচ