সিলেটে বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না : তথ্যমন্ত্রী
বন্যাকবলিত সিলেটে বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সিলেটে বন্যাদুর্গত এলাকায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধিসহ আমাদের নেতাকর্মীরা সবাই মিলে কাজ করে যাচ্ছেন। সেখানে (আজ) সিলেটের মেয়র বক্তব্য রেখেছেন। সেখানে প্রধানমন্ত্রী তাকে বললেন, আপনাদের দলের (বিএনপি) কাছ থেকে জনগণ কী পেয়েছে, একটু বলুন। তিনি কিছু বলতে পারলেন না। কারণ বিএনপির পক্ষ থেকে কিছুই করা হয়নি। সিলেটে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঢাকায় বসে লম্বা লম্বা বক্তৃতা দেন, বাক-বাকুম করেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা সিলেটে বন্যা দুর্গতদের সাহায্যে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রী সেখানে নির্দেশনা দিয়েছেন, সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করা দরকার। প্রতিবছর পলি পড়ার কারণে নদীর ধারণ ক্ষমতা কমে গেছে।
এসএইচআর/এসকেডি