গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি বাতিলের দাবি
‘যতটুকু সম্ভব ততটুকু উৎপাদন’ করলে ও ‘সিস্টেম লস’ কমিয়ে আনলে গ্যাস আমদানি ও দাম বৃদ্ধির প্রয়োজন হবে না বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তাই সংগঠনটি এনার্জি রেগুলেটরি কমিশনের দাম বৃদ্ধির গণশুনানি বাতিলের দাবি জানিয়েছে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে সংবাদ মাধ্যমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশের গ্যাস যথাযথভাবে ‘উত্তোলন ও অপচয় বন্ধ’ না করে গ্যাসকে আমদানি নির্ভর করে তোলা হয়েছে। এখন ‘স্পট মার্কেট’ থেকে বেশি দামে গ্যাস কিনে, দাম বাড়িয়ে আবার মানুষের পকেট কাটার চেষ্টা হচ্ছে। পেট্রোবাংলার হিস্যা অনুযায়ী দৈনিক যতটুকু গ্যাস উত্তোলন সম্ভব ততটুকু উত্তোলন করলে এবং সিস্টেম লস অর্ধেকে আনতে পারলে গ্যাস আমদানির প্রয়োজন হতো না। অথচ এগুলো না করে কমিশনভোগী ও লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় গ্যাস আমদানি ও দাম বাড়ানোর পথ নেওয়া হচ্ছে।
আরও বলা হয়, গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, পণ্য উৎপাদন খরচ বাড়বে। দ্রব্যমূল্যে অতিষ্ট সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। এটা মেনে নেওয়া হবে না। এ খাতে দুর্নীতি, অপচয়, অব্যবস্থা বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং ভুলনীতি-দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
এমএইচএন/জেডএস