দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্বস্তিকর: ড. কামাল
দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ঘটনার মধ্য দিয়ে দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমানে দেশে অস্বস্তিকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দলে কোনো সমস্যা নেই। এমন কিছুই হয়নি। যদি থেকেও থাকে সেটি এখন নেই
ড. কামাল হোসেন
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে মাঠে কাজ করবো। এ জন্য কর্মীসভা করবো। আগামী ৯ জানুয়ারি (শনিবার) দলীয় কাউন্সিলে এ বিষয়ে সব জানানো হবে।
গণফোরামে ভাঙন নিয়ে ড. কামাল বলেন, দলে কোনো সমস্যা নেই। এমন কিছুই হয়নি। যদি থেকেও থাকে সেটি এখন নেই।
কী অবস্থা গণফোরােমের
২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় আসেন ড. কামাল হোসেন । তখন তার হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে গণফোরাম। নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট চরম ব্যর্থ হলেও গণফোরামের দুজন সংসদ সদস্য পদ লাভ করেন। ফ্রন্টের ও দলের সিদ্ধান্তের বাইরে ওই দুই সংসদ সদস্য শপথও নেন। এর মধ্য দিয়ে শুরু হয় গণফোরামে সঙ্কট। এরপর ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেন কামাল হোসেন। তারপর কাউন্সিলে গঠিত কমিটি বিলুপ্ত করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। এমন পরিস্থিতির মধ্যে ড. কামাল হোসেনের রাজনীতি থেকে অবসরের যাওয়ার গুঞ্জনও সামনে আসে। বর্তমানে দলে একটি বিদ্রোহী অংশও রয়েছে। আরামবাগের ইডেন কমপ্লেক্সে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় দখলে রেখে সেখানে নিয়মিত বসছে বিদ্রোহী অংশটি।
সভায় দলের সিনিয়র নেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে ড. কামাল বলেন, আমাদের অধ্যাপক আবু সায়ীদ সাহেব, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া আইসোলেশনে। এই কারণে তারা সভায় উপস্থিত হতে পারেননি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নেতা মোস্তফা মহসীন মন্টু, জগলুল হায়দার, মোকাব্বির খান, শফিকুল্লাহ, মহসীন রশিদ প্রমুখ।
এএইচআর/টিএম/এনএফ