নতুন ইসিকে নির্বাচনের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে : ন্যাপ
নব গঠিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা বলেন, পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণ আজ আস্থাহীন।
তারা বলেন, যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে তা তুলে আনতে নতুন প্রধান নির্বাচন কমিশনকে ও তার সহযোগীদের সক্রিয় হতে হবে। তারা জনগণের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন বলে আমরা আশা রাখতে চাই।
রোববার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপ নেতারা এসব কথা বলেন।
নেতারা বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে, যেই নির্বাচন কমিশনার হোক না কেনো একপক্ষ তার বিরোধিতা করবেই। তাই নির্বাচনে বিরোধীপক্ষের আস্থা ফিরিয়ে আনতে ইসিকে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখতে হবে। আমরা আশা রাখি, নতুন ইসি সে কাজ করতে সক্ষম হবেন।
নতুন নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ন্যাপের শীর্ষ এই দুই নেতা। তারা বলেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিতর্ক সৃষ্টি করতে পারে এমন নির্বাচন তারা পরিচালনা করবেন না। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দেশের মানুষের মধ্যে এখন আর কেন্দ্রে ভোট দিতে আসার আগ্রহ নাই। নতুন নির্বাচন কমিশন কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করবেন বলে প্রত্যাশা করি।
এএইচআর/এমএইচএস