00:00
00:00
হাওরে পৌষের শুরুতে চৈত্রের দশা, বোরো ধান আবাদ নিয়ে শঙ্কা
বোরো ধান প্রধান এলাকা সুনামগঞ্জের প্রায় সকল হাওর অঞ্চলেই চাষাবাদ শুরু হয়েছে। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। তবে অসময়ে দেখার হাওরে পানি শূন্য হয়ে পড়ায় সেচ সংকটে পড়েছেন কৃষকেরা। জমিতে পানি দিতে না পারায় জমি শুকিয়ে ফেটে গেছে। পানির অভাবে হাল চাষ করতে পারছে না শত শত কৃষক। এ যেন পৌষের শুরুতেই চৈত্রের দশা! এতে হাওরে অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকরা।