00:00
00:00
‘আজ কম্বল গায়ে জড়িয়ে ঘুমাব, শীত কম লাগবে’
শীতের রাতে জবুথবু হয়ে স্টেশনে ঘুমিয়ে আছেন ছিন্নমূলরা। কেউ চাদর, আবার কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। তবে পৌষের শীত তা মানছে না। থরথর করে কাঁপছে শরীর। এরই মধ্যে শরীরে জড়িয়ে দেওয়া হলো কম্বল। কম্বলের উষ্ণতা পেয়ে নিশ্চিন্তে ঘুমালেন তারা।
বিস্তারিত : https://www.dhakapost.com/country/162474