00:00
00:00
১৪ বছরেও বেরোবিতে চালু হয়নি ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স
নিজ জন্মভূমিতে নিজের নামে প্রতিষ্ঠিত রোকেয়া বিশ্ববিদ্যালয়েই রোকেয়া সাখাওয়াত হোসেনকে মূল্যায়ন করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ১৪ বছরেও ক্যাম্পাসে নির্মাণ করা হয়নি দৃষ্টিনন্দন প্রতিকৃতি বা ম্যুরাল। নেই রোকেয়াবিষয়ক চর্চার কোনো সুব্যবস্থাও। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে আবশ্যিক রোকেয়া স্টাডিজ কোর্স পড়ানোর কথা থাকলেও নেই কোনো কার্যকরি পদক্ষেপ। এমনকি রোকেয়া সাখাওয়াত হোসেন তার নামের পূর্বে বেগম শব্দটি ব্যবহার না করলেও এ বিশ্ববিদ্যালয়ে তার নামের পূর্বে জুড়ে দেওয়া হয় ’বেগম’।
বিস্তারিত : https://www.dhakapost.com/campus/159323