00:00

00:00

‘আমাকে একটি ব্রিজ করে দেন, হাতে হেঁটে সাঁকো পার হতে এখন কষ্ট হয়’

৩ বছর বয়স থেকে অজানা এক রোগে আরিফের জীবনে নেমে আসে পঙ্গুত্ব। তারপর থেকে জীবনের সঙ্গে যুদ্ধ করেই পার করেছেন প্রতিটি দিন। প্রতিবন্ধী হলেও ছোট একটি মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তবে জীবিকার জন্য তাকে বাড়ি থেকে যেতে হয় ২ কিলোমিটার দূরে। ঘর থেকে বের হলেই তাকে খাল পার হতে হয়। পা অকেজো হওয়ায় হাত দিয়ে হেঁটে তাকে খালের ওপরে বাঁশের সাঁকো পাড়ি দিতে হয়। আরিফ জীবনের ৪৫টি বছর পার করেছেন এই সাকোর সঙ্গে যুদ্ধ করে।

বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন