00:00
00:00
শখের বশে শুরু, মনেকের ছাদবাগানে এখন ২০০ প্রজাতির গাছ
আলিমুজ্জামান মনেক (৪৭)। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনাকালীন ঢাকা থেকে তিনি বাড়ি চলে আসেন। তখন অনেকটা অবসর সময় কাটাচ্ছিলেন। সে সময় ইউটিউবে ছাদবাগান সম্পর্কে ধারণা নিয়ে নিজ বাড়ির ছাদে ছোট পরিসরে কয়েকটি গাছ দিয়ে গড়ে তোলেন বাগান। এখন তার ছাদবাগানে দুইশ প্রজাতির বেশি গাছ রয়েছে।