00:00
00:00
চাকরি না পেয়ে শুরু করেন গাড়ল খামার, বছরে আয় কোটি টাকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থেকে মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ শেষ করেন মো. মাসুদ রানা। এরপর বিভিন্ন জায়গায় চেষ্টা করেও চাকরির যোগাড় করতে পারেননি তিনি। হাল না ছেড়ে ২০১৭ সালে মাত্র ৪৪টি গাড়ল (ভেড়ার জাত) নিয়ে খামার গড়ে তোলেন মাসুদ। মাত্র ৩৩ বছর বয়সেই তিনি সফল উদ্যোক্তা। খামার থেকে এখন তার বছরে আয় কোটি টাকা।