00:00
00:00
যশোরে বিলুপ্তির পথে মৃৎশিল্প, টিকে আছে দইয়ের মালসা
যশোরে গ্রামীণ ঐতিহ্য মৃৎশিল্প বিলুপ্তির পথে। শহরের পাশাপাশি গ্রামেও আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা একেবারেই কমে গেছে। ফলে এ শিল্পের সঙ্গে জড়িত পাল সম্প্রদায়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। বর্তমানে কারিগররা শেষ ভরসা হিসেবে তৈরি করছেন দইয়ের মালসা। এছাড়া বাকি সব মাটির তৈরি তৈজসপত্রের ব্যবহার কালের বিবর্তনে হারিয়ে গেছে।
বিস্তারিত : https://www.dhakapost.com/country/148842