চট্টগ্রামে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে শিশু আহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে মো. আবির (৮) নামে এক শিশু আহত হয়েছে। এতে শিশুটির সামনের তিনটি দাঁত ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ট্রেনে এ ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ডিউটি অফিসার এসআই সোহরাফ হোসেন। তিনি বলেন, সিলেট থেকে চট্টগ্রামের দিকে আসা পাহাড়িকা ট্রেনটি কুমিরা এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আবির নামে এক শিশুর তিনটি দাঁত ভেঙে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবির তার পরিবারের সঙ্গে কুমিল্লা থেকে পাহাড়িকা ট্রেনে চড়ে চট্টগ্রামের দিকে আসছিলেন। ট্রেনটি কুমিরা এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়। এতে শিশু আবির আহত হন। আবির কুমিল্লার কোটবাড়ি এলাকার মো. আদিলের ছেলে।
চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ৮১নং ওয়ার্ডে ভর্তি করে দেন।
কেএম/এসএসএইচ