চট্টগ্রামে বইমেলার পাশ থেকে সন্দেহভাজন তরুণ আটক
চট্টগ্রামে একুশে বইমেলার পাশ থেকে সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে পুলিশ। ওই তরুণ একটি মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলার পাশের এম এ আজিজ স্টেডিয়ামের মূল গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, মেলা প্রাঙ্গণের পাশ থেকে একজনকে আটক করা হয়েছে। সে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। সে একটি মাদরাসার ছাত্র।
সন্ধ্যার পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে রাত সাড়ে আটটার দিকে জানান ওসি।
জঙ্গি সংশ্লিষ্ট কোনো কিছু পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে ওসি নেজাম উদ্দিন বলেন, তাকে আরও জিজ্ঞাসাবাদ করে পরে বিস্তারিত জানানো হবে। তবে তার পরিচয় জানাননি পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ, রোববার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে ১৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
কেএম/জেডএস