সায়েদাবাদে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর সায়েদাবাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন সজীব (২০) ও শাকিল (২০)।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি বলেন, যেই এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানের সিসিটিভি ফুটেজ আমরা বিশ্লেষণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এই ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে শনাক্ত করা হয়। পরে আজ (রোববার) তাদের রাজধানীর গেণ্ডারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ, আজ আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে সায়েদাবাদের দয়াগঞ্জে ছিনতাইকারীরা মোশারফ হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোশারফ হোসেনের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে।
এমএসি/এইচকে