দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১২১ সদস্যের সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন করেছে সংস্থাটির কর্মকর্তারা।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুদক সার্ভিস এ্যাসোসিয়েশন পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করছে না নবগঠিত এ অ্যাসোসিয়েশন।
সূত্র জানায়, ১২১ সদস্য বিশিষ্ট দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। বর্তমান ইস্যুসহ দুদক কর্মকর্তাদের সুবিধা-অসুবিধা ও কল্যানে অ্যাসোসিয়েশন কাজ করবে।
এর আগে আজ কমিশনের সচিবের কাছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে একটি আবেদন জানানো হয়। ওই আবেদনে বিতর্কিত ৫৪ (২) বিধি বাতিলের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়।
কর্মকর্তা-কর্মচারীদের আবেদনে উল্লেখ করা হয় যে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ হতে ৫৪(২) বিধির বিষয়ে আপিল বিভাগে যে রিভিশন করা হয়েছে সেটি প্রত্যাহারের মাধ্যমেই বাতিলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। দুদক সচিব আশ্বস্ত করেন যে তাদের আবেদনকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিগণের পক্ষ হতে সচিব মহোদয়কে উল্লিখিত আবেদন বিবেচনা করে ভীতিকর পরিস্থিতির অবসান ঘটিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়।
এর আগে ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে বরখাস্তকৃত দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। ওই প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে অপসারণ করার কথা বলা হয়।
অপসারণের প্রতিবাদে ১৭ ফেব্রুয়ারি দুপুরে দুদকের প্রধান কার্যালয়সহ ২১ জেলায় মানববন্ধন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে দুদক সচিব মো. মাহবুব হোসেন বরাবর একটি স্মারকলিপি পেশ করেন তারা।
সচিবের কাছে পেশ করা স্মারকলিপিতে প্রধান বিষয় ছিল- অসাংবিধানিকভাবে ও আদালতে বিবেচনাধীন দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর বিতর্কিত ৫৪ (২) ধারায় উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করা।
আরএম/এসএম