মিথ্যা মামলা দিয়ে কারাগারে বাদী
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আছিয়া খাতুন (৫২) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন। তিনি বলেন, আদালতে মিথ্যা মামলা করার অভিযোগে আছিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে গত বছরের মে মাসে একটি মামলা হয়। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় আছিয়া আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
আছিয়া খাতুন ভূজপুর থানার পোড়াটিলা পূর্ব ফটিকছড়ি অমূল্য দত্ত বাড়ির আবুল বসরের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, আছিয়া খাতুন নারী নির্যাতনের অভিযোগে ২০২০ সালের ৯ আগস্ট চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় কে.এম এনায়েত উল্লাহ খোকনকে আসামি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপারকে তদন্তের জন্য নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই উপ-পরিদর্শক (এসআই) মো.সাহাদাত হোসেন সরজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। আদালত ২০২০ সালের ৯ মার্চ পিবিআইয়ের প্রতিবেদনটি গ্রহণ করে আসামি এনায়েত উল্লাহকে মামলা থেকে অব্যাহতি দেন।
জানা গেছে, মোহাম্মদ নুরুদ্দিন, নাছিমা আকতার, মোহাম্মদ কামাল উদ্দিন, মো.পারভেজ, মো. ইসমাইল ও মো.আইয়ুব প্ররোচনায় আছিয়া খাতুন মিথ্যা মামলাটি করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কে.এম এনায়েত উল্লাহ খোকনকে হয়রানি করার জন্য মিথ্যা মামলাটি দায়ের করেছিলেন আছিয়া। তাই এনায়েত উল্লাহ বাদী হয়ে ২০২১ সালের ৩১ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে আছিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন। আছিয়াকে আজ ওই মামলায় কারাগারে পাঠানো হয়।
কেএম/এসকেডি