সাংবাদিকরা আমাদের যথেষ্ট সহায়তা করছেন : পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আমরা দ্রুত অর্থনীতির প্রবৃদ্ধিশীল দেশের অগ্রযাত্রায় আছি। এ অগ্রযাত্রায় সাংবাদিকরা আমাদের যথেষ্ট সহায়তা করছেন।
মঙ্গলবার পরিকল্পনা কমিশন চত্বরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিজেএফবির সভাপতি এফএইচএম হুমায়ুন কবীর, সহসভাপতি হামিদ উজ-জামান মামুনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ড. শামসুল আলম বলেন, ‘দেশের অগ্রযাত্রায় সরকারি কর্মকর্তা, স্টেকহোল্ডার ও সাংবাদিকরা আমদের যথেষ্ট সহায়তা করছেন। আমি গত ১২ বছর পরিকল্পনা কমিশনে কাজ করছি। যার ফলে সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। আমি গত ১২ বছরে দেখেছি এ কমিশনের যেসব সাংবাদিকরা আছেন তারা কখনই কোনো বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেননি।’
তিনি বলেন, ‘এখানে কাজ করা সংবাদিকরা পরিপক্ব ও তাদের মাত্রা জ্ঞানটা প্রবল। যেটা সরকারের জন্য বিব্রতকর বা ব্যক্তির জন্য বিব্রতকর এমন খবর তারা প্রকাশ করেননি বা করেন না। এ অভিজ্ঞতা থেকে বলি, রাষ্ট্রের বা দেশের প্রয়োজনে সাংবাদিকদের সঙ্গে আমাদের আগামী দিনগুলো সুন্দর ও স্বাভাবিক থাকবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমন্বিতভাবে দেশের উন্নয়নের যাত্রায় আমরা সবাই সহযাত্রী। আমরা সবাই দেশের উন্নয়নে সবাইকে সাথে এগিয়ে যাব।’
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি ১৯৯৬ সালে মাত্র চার মাস নির্বাচন কমিশনে ছিলাম। নির্বাচনের আগে কিছু সাংবাদিক একটি রুমের জন্য আমার কাছে এসেছিলেন। তখন আমি কমিশনের সঙ্গে আলাপ করে সাংবাদিকদের একটি রুমের ব্যবস্থা করে দিই। তাদের রিপোর্ট লেখার জন্য যা যা দরকার হতো তখন আমি সব দিয়েছিলাম। আশ্চর্যের বিষয় হলো এতো বছর পরে আমি একই চত্বরে পরিকল্পনা কমিশনে কাজ করা সাংবাদিকদের অফিস উদ্বোধনে আসলাম। আশা করি, ডিজেএফবির এই অফিসের মাধ্যমে আপনাদের কার্যক্রম আরও বেগবান হবে। দেশের উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’
এসআর/এসকেডি