সাবেক আইজিসহ তালিকায় পুলিশের সাবেক ৮ কর্মকর্তা
প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির কাছে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সাবেক আইজি শহীদুল হকসহ পুলিশের সাবেক আট কর্মকর্তার নাম রয়েছে।
সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তালিকায় পুলিশের সাবেক ১০ কর্মকর্তার নাম দেখা গেছে। তবে সাবেক দুই কর্মকর্তার নাম দুবার করে এসেছে)। তালিকায় জায়গা পেয়েছেন যারা-
সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি মো. হাবিবুর রহমান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাহাবুব হোসেন, ডিআইজি (অব.) মো. মঞ্জুর কাদের খান।
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।
আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
এআর/আরএইচ