দেশ ট্রান্সপোর্ট বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, চালক আটক
রাজধানীর শাহজাহানপুর থানার টিটিপাড়া এলাকায় দেশ ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসের ধাক্কায় আল আমিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস চালক সজীব আলমকে (৩৩) আটক করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে এগারোটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে গভীর রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।
তিনি আরো বলেন, নিহত আল আমিন মুগদা থানার মানিকনগর এলাকায় মেসার্স এম আর এন্টারপ্রাইজ নামে একটি বিস্কুটের বেকারিতে চাকরি করতেন। গতকাল রাতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় ফেরার সময় পেছন থেকে দেশ ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো ব-১৩-১০১৮) পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা দেশ ট্রান্সপোর্টের বাসের চালক সজীব আলমকে আটক করেছে এবং বাসটিকে জব্দ করেছি।
এসআই আরো জানান, তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানা চৌঠাই মহল এলাকায়। তিনি ওই এলাকার জুলফিকার আলীর ছেলে।
এসএএ/জেডএস