ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী এলাকায় চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় চালক আলাউদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ( ১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব বাদী হয়ে গত বুধবার রাতে আলাউদ্দিনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, চালক আলাউদ্দিনের ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে আমাদের জানিয়েছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী এলাকায় চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলো, মিশু আক্তার ও নিশু মনি। তারা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তাদের এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
কেএম/এসকেডি