মুগদায় বিষপানে কিশোরীর আত্মহত্যা
রাজধানীর মুগদা থানার মানিক নগর এলাকায় ইঁদুর মারার বিষ খেয়ে মিম আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফেরদৌসী আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে গতকাল বিকেলে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নিহত মিম স্কুল থেকে এসে খাবার চায়। খাবার দিতে দেরি হওয়ায় সে নুডলস কিনে খায়। এরপর তার মায়ের কাঁধে মাথা রেখে বলে ‘আমি ইঁদুর মারা ওষুধ খেয়েছি’।
পরে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে ইঁদুর মারার ওষুধ খেয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/আইএসএইচ