৯৬ ফায়ারকর্মীর চেষ্টায় হতাহত ছাড়াই নিভেছে পুরান ঢাকার আগুন
জনবসতিপূর্ণ এলাকা পুরান ঢাকার নিমতলী, চুড়িহাট্টার আগুনে প্রায় শতাধিক প্রাণহানি হয়েছিল। ছোট বড় সব আগুনেই প্রাণহানির আশঙ্কায় থাকে পুরান ঢাকা। তবে ফায়ার সার্ভিসের ৯৬ জন সদস্যের আপ্রাণ চেষ্টায় কোন হতাহত ছাড়াই নিভেছে বংশাল মাহুতটুলীর পলিথিন কারখানার আগুন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নির্বাপণ হয় ১২টা ৫৬ মিনিটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯৬ কর্মী কাজ করেছেন। ঘটনাস্থলের আশপাশের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেন র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্থানীয় ভলান্টিয়ার। ভলান্টিয়ারদের মধ্যে একজন আহত হলেও ঘটনাস্থলের কেউ আহত বা নিহত হয়নি।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পরবর্তীতে ৪ দফায় যুক্ত করা হয় আরও ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, আগুন অতটা ভয়াবহ না হলেও পুরান ঢাকা জনবসতিপূর্ণ এলাকা। এখানে পানির উৎস অনেক কম। এছাড়া কারখানায় প্রচুর দাহ্য পদার্থও ছিল। তাই বড় দুর্ঘটনা মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে অতিরিক্ত ইউনিট নিয়ে যাওয়া হয়। সব ইউনিটের সহযোগিতা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন।
এআর/এমএইচএস