সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে শেখপাড়া রেলক্রসিং এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম। তিনি বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া সাগরিকা ট্রেনটি সীতাকুণ্ডে স্টেশন থামে সকাল আটটা ৪০ মিনিট। ট্রেনটিতে প্রচুর যাত্রী ছিল। সীতাকুণ্ড স্টেশন থেকে ছেড়ে এক কিলোমিটার যাওয়ার পর ট্রেনের দরজা থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়।
তিনি বলেন, ট্রেনে যাত্রীদের ভিড় থাকার কারণে সে সম্ভবত দরজায় দাঁড়িয়ে বা ঝুলে ছিল। এ সময় অসাবধানতা বশত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার সঙ্গে কোনো কাগজপত্র বা মোবাইল পাওয়া যায়নি। লাশের পরিচয় পাওয়া না গেলে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
কেএম/আইএসএইচ