সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় শুক্কুর নিহতের ঘটনায় মামলা
চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতার জেরে আবদুস শুক্কুর নামে একজন নিহতের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) নিহতের ভাই মো. জুয়েল বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
তিনি বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাচাই-বাছাই করে পরে নাম জানানো হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ১৬ ইউপিতে ভোটগ্রহণ হয়। ভোটের দিন বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস কেন্দ্রের দখল নিতে নৌকার প্রার্থী তাপস কান্তি দত্ত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীর কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়ান। এ সময় গুলিবিদ্ধ হন শুক্কুর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্কুর চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় বসবাস করতেন। শুক্করকে নিজের সমর্থক বলে দাবি করেছেন নৌকার প্রার্থী তাপস কান্তি দত্ত।
কেএম/এসএসএইচ