অজ্ঞান পার্টির মূলহোতা শামীম কামরাঙ্গীরচর থেকে গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্রের মূলহোতা মো. শামীম খানকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক ঢাকা পোস্টকে বলেন, র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টি চক্রের মূলহোতা মো. শামীম খানকে গ্রেফতার করেছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাসে চলাচলরত যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুট করত চক্রটি। তারা ভালো সম্পর্ক তৈরি করে বিষাক্ত খাবার এবং ওষুধ খাওয়ানোর মাধ্যমে অজ্ঞান করে মূল্যবান সরঞ্জাম যেমন; মোবাইলফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিত। গ্রেফতারের সময় শামীমের কাছ থেকে একটি একটি ক্যামেরা, একটি কোমল পানীয়, ১১১টি বিভিন্ন ধরনের চকলেট, একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শামীম র্যাবকে জানায়, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বাসযাত্রী, পথচারী, রিকশা আরোহী এবং সিএনজি অটোরিকশার যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে চেতনানাশক ওষুধ মেশানো জুস ও কোমল পানীয় পান করায় এবং বিভিন্ন কোম্পানির দামি ও আকর্ষণীয় চকলেটে নেশা জাতীয় ওষুধ মিশিয়ে খাওয়ানোর মাধ্যমে অজ্ঞান করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে ৬টি মামলা বিচারাধীন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এসকেডি