আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়বে : জেবিংনিউ রাউ
সামনের বছরগুলোতে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়তে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিংনিউ রাউ।
রোববার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকা ও ওয়ারশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশা ব্যক্ত করেন রাউ।
চিঠিতে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। এ উপলক্ষে, আমি আপনাকে (ড. মোমেন) এবং বাংলাদেশের সকল নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই; যারা গত অর্ধশতক ধরে আমাদের সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রেখেছে।
রাউ বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে পোল্যান্ড ছিল অন্যতম। আমি এটা জেনে আনন্দিত যে পাঁচ দশক পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় পোল্যান্ডের অন্যতম সম্ভাব্য অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। পোলিশ এবং বাংলাদেশি উভয় অর্থনীতিই গতিশীল উন্নয়ন এবং পারস্পরিক বাণিজ্য বিনিময়ের ধারাবাহিক বৃদ্ধির সাক্ষী হয়েছে। আমি বিশ্বাস করি, এই দৃঢ় ভিত্তিগুলো অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গভীরভাবে সহযোগিতা করবে।
পোলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি কারণে রাজনৈতিক বিনিময় ব্যাহত হওয়ার পরও আমাদের একসঙ্গে থাকতে হবে। তাই পোল্যান্ড বাংলাদেশকে ৩০ লাখ (৩ মিলিয়ন) টিকা উপহার দিয়েছে, যা আপনাদের জনগণ ও বাংলাদেশের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ। পোল্যান্ড বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতি যে গুরুত্ব দেয় এটা তারই প্রতিফলন।
সুবিধাজনক সময়ে ড. মোমেনের সাক্ষাতের প্রতীক্ষায় রয়েছেন বলেও জানান পোলিশ পররাষ্ট্রমন্ত্রী।
এনআই/এসকেডি