বিশেষ প্রকল্পের ছাড়পত্রের আবেদন অনলাইনে দাখিলের অনুরোধ রাজউকের
সেবাগুলোকে জনবান্ধব ও সহজ করার লক্ষ্যে বৃহদায়তন বা বিশেষ প্রকল্প ছাড়পত্রের আবেদন সশরীরে জমা দেওয়ার পরিবর্তে অনলাইনে দাখিলের অনুরোধ জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাজউক সূত্র জানিয়েছে, মূলত সেবাগুলো জনবান্ধব ও সহজ করার জন্য অনলাইনে আবেদন দাখিল করতে রাজউক গ্রাহকদের উদ্বুদ্ধ করছে। তাদের দাবি, এতে করে ঝামেলামুক্ত সেবা পাবে গ্রাহকরা। সশরীরে জমা দেওয়ার পরিবর্তে অনলাইনে এসব সেবা নেওয়ার জন্য জরুরি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজউক।
রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) প্রকৌশলী মো. মোবারক হোসেন সম্প্রতি জরুরি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
মোবারক হোসেন বলেন, রাজউকের সেবাগুলো জনবান্ধব ও সহজ করার লক্ষ্যে বৃহদায়তন বা বিশেষ প্রকল্প ছাড়পত্র সশরীরে জমা দেওয়ার পরিবর্তে অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। আবেদনের অগ্রগতি আবেদনকারী অনলাইনে দেখতে পাবেন। বৃহদায়তন বা বিশেষ প্রকল্প ছাড়পত্রের আবেদন সশরীরে জমা না দিয়ে অনলাইনে (cp.rajuk.gov.bd) দাখিল করার জন্য গ্রাহকদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এ বিষয়ে রাজউকের প্রধান কার্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ০১৬১৩০৪৮২৫০ ও ০১৭১২৩৮১৬৭৯ মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।
এএসএস/এসএসএইচ