সিডিএর বোর্ড সদস্য হলেন ছয়জন
তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ছয় বোর্ড সদস্যকে নিয়োগ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন শাখা) লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৫(১) (ড) ও ৫ (২) ধারা বলে সরকার নিম্ন বর্ণিত ছয় জনকে ৩ ফেব্রুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করলেন।’
এতে আরও বলা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হলো ও অবিলম্বে কার্যকর করা হবে।
নতুন বোর্ড সদস্যরা হলেন; রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ আলী শাহ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক, প্রকৌশলী মনির উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন শাহ, স্থপতি আশিক ইমরান এবং সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী।
তাদের মধ্যে মো. জসিম উদ্দিন শাহ এবং স্থপতি আশিক ইমরান আগের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কেএম/এসকেডি