র্যাব মুখপাত্র কমান্ডার মঈন করোনা আক্রান্ত
পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন করোনা আক্রান্ত হয়েছেন।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এন্টিজেন্ট পরীক্ষায় তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি সকলের দোয়াপ্রার্থী।
গত বছরের ২৫ মার্চ র্যাবের মুখপাত্র হিসেবে লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব সদর দপ্তর সূত্রে জানা যায়, কমান্ডার খন্দকার আল মঈন ইতোপূর্বে ২০০৭ হতে ২০১০ সাল পর্যন্ত র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। র্যাবের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে তিনি জঙ্গি, চরমপন্থি এবং সন্ত্রাস দমনে প্রশংসনীয় অবদান রাখেন। ২০০৪ সালের ২১ আগস্টে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উপর গ্রেনেড হামলা মামলার আসামিকে গ্রেনেডসহ গ্রেপ্তারের প্রশংসনীয় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এ ভূষিত হয়েছেন। গত বছরের কৃতকর্মের জন্য তিনি এ বছর পুলিশ সপ্তাহে আবারও বিপিএম পদকে ভূষিত হন।
কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড এচ সাফ কলেজ (ডিএসসিএসসি) হতে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিজি অর্জন করেন। এছাড়া তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে এমবিএ সম্পন্ন করেন। কমান্ডার খন্দকার আল মঈন বাংলাদেশ নৌ বাহিনীর বিভিন্ন পরিসরের প্রশিক্ষক, কমান্ড ও স্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার।
জেইউ/আইএসএইচ