চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের লোহাগাড়ার আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল ইসলাম, নায়েক অনুকূল বর্মন, কনস্টেবল সিরাজুল ইসলাম মুন্না ও আবদুস সালাম। তারা সবাই ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে আজিজনগর এলাকায় পুলিশের পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারের ৮ এপিবিএনে কর্মরত চার পুলিশ সদস্য আহত হন। তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
কেএম/এমএইচএস