ঢাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ‘ভাষা পদযাত্রা’
![ঢাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ‘ভাষা পদযাত্রা’](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022January/dhaka-uni-20220201144758.jpg)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভাষা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের আয়োজনে এ পদযাত্রার শুরু হয়।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এ ভাষা পদযাত্রার উদ্বোধন ও অংশগ্রহণ করেন।
পদ যাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
এসময় আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মহান ভাষার মাসের শুরুতে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ প্রতিবছর এ পদযাত্রার আয়োজন করে।
এইচআর/এসএম