চিকিৎসকসহ যাত্রীদের নির্যাতন করা ডাকাতরা গ্রেফতার
রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠা চিকিৎসকসহ যাত্রীদের নির্যাতনের ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ২০ জানুয়ারি রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠার পর ভয়াবহ ডাকাতদলের কবলে পড়েন একজন চিকিৎসক ও অন্য যাত্রীরা। এ ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতারের পাশাপাশি অন্য এক আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতাসহ পুরো ডাকাতচক্রকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডাকাতদলের হাতে নির্যাতনের শিকার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম ২০ জানুয়ারি ঢাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসে উঠেন। ওই বাসেই যাত্রী বেশে উঠে পড়ে ডাকাত দল। পরে তাকেসহ অন্য যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। রোববার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই রাতের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান।
এমএসি/আরএইচ