ব্যাংকিং খাতে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা-তাসখন্দ
বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশ ও উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক বা এমওইউ সইয়ের বিষয়টি বিবেচনায় সম্মত হয়েছে ঢাকা ও তাসখন্দ।
বুধবার উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তাসখন্দে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান মামারিজো বারদিমুরাটোভিচ নুরমুরাতোভের সঙ্গে বৈঠক করেন। এ সময় উভয়পক্ষ ব্যাংকিং খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়।
বৈঠকে উভয়পক্ষ উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের আরও উন্নয়নে দুই দেশের ব্যাংকিং খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
ব্যবসায়ীরা যেন তাদের ব্যবসা-বাণিজ্যে এলসির বাধা দূর করতে পারে, সেজন্য উভয় দেশের ব্যাংকের মধ্যে সম্পর্ক ব্যবস্থাপনা চুক্তি (আরএমএ) শেষ করার বিষয়ে আলোচনা করেন।
উজবেকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকিং খাতে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রদূতের প্রশংসা করেন এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ব্যাংকিং খাতে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এনআই/আরএইচ