এডিপিসির তৃতীয় সভায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশংসিত
এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের (এডিপিসি) বোর্ড অব ট্রাস্টির তৃতীয় সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশংসিত হয়েছে।
সভার শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গৃহীত কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দুর্যোগ সহনীয় বাংলাদেশ গড়তে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দুর্যোগে নিরাপদ বিশ্ব গড়ে তুলতে এডিপিসির অনবদ্য ভূমিকা বর্তমান করোনা অতিমারির মধ্যে যেভাবে কার্যকর রয়েছে, তা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা করি।
সভায় বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, কম্বোডিয়া, নেপাল, ফিলিপাইনস, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশ নেন। সভায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের সামগ্রিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশসমূহের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসএইচআর/এসকেডি