আফ্রিকান নারী যাত্রীর ব্যাগে মিলল ৩ কেজি হেরোইন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর কাছ থেকে ৩ কেজি হেরোইন আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। ওই যাত্রী আফ্রিকান দেশ বতসোয়ানা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে আসেন। রোববার রাতে তাকে আটক করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবির বলেন, বতসোয়ানা থেকে ট্রানজিটে কাতার হয়ে বাংলাদেশে আসেন ওই নারী। পাসপোর্ট অনুযায়ী তার নাম লেসেডি মোলাপিসি। সন্দেহভাজন তল্লাশির সময় তার লাগেজে ৩ কেজি হেরোইন পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যাত্রী কাস্টমসকে জানিয়েছেন, তার ব্যাগে হেরোইন থাকার বিষয়টি তিনি জানতেন না।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কাস্টমস।
এআর/আইএসএইচ